ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

শেয়ার করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু, ১৮৪জন নতুন
শনাক্ত, ৩লাখ ৮১হাজার ৫৭৫ টাকা জরিমান আদায়

 7bdbe40d729b058577e6c7d5b075b34d-5fd3648824911

।। শাহ আলম উজ্জ্বল,ময়মনসিংহ ।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায়
চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে ১১জনের মৃত্যু এবং গত ২৪ ঘণ্টায়
৭১৭টি নমুনা পরীক্ষায় ১৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। লকডাইনের বিধি নিষেধ
অমান্য করায় ভ্রাম্যমান আদালত ৫৭২টি মামলায় ৩লাখ ৮১ হাজার ৫৭৫টাকা জরিমান আদায়
করেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে করোনা
ইউনিটে চিকিৎসাধী অবস্থায় ময়মনসিংহ সদরের এলাচি খাতুন(৬০) সালেহ আহমেদ
সাদেক(৩৫),ঈশ্বরগজ্ঞের সরবিন্দু(৭২),বানু চন্দ্র দাস (৫৬),মুক্তাগাছার নারায়ন পাল(৭৫) ও
টাঙ্গাইলের শামসুল হক (৭০) ,করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন
অবস্থায় ময়মনসিংহ সদরের খাতেমুন্নেসা (৯৬),ত্রিশালের রাশিদা (৬০)জামালপুরের
আব্দুস রশিদ(৬৫) গাজীপুরের সুমতি পাল(৩৫) ও হেলাল (৪০) মারা গেছেন বলে করোনা
ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি
জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩৭ জন ভর্তিসহ এখন পর্যন্ত ২৭২ জন
এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭১৭টি নমুনা
পরীক্ষায় ১৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা শনাক্তের হার ২৫.৬৬% বলে
সিভিল সার্জন জানিয়েছেন। জেলায় গত চব্বিশ ঘন্টায় করোনায় ৩জন মারা গেছেন
এবং সুস্থ হয়ে ৫জন বাড়ি ফিরে গেছেন।
সাত দিনের কঠোর বিধি নিষেধের চতুর্থ দিনে ময়মনসিংহে ঢিলেঢালা ভাবে
চলছে,নগরীর বিভিন্ন সড়কে অবাধে রিক্সা চলাচল করছে। ওষুধ ও নিত্যপণ্য ছাড়া প্রায় সব
দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ সুপার আহমার উজ্জামান জানিয়েছেন আজ থেকে নগরীরর
অলিগলিতে পুলিশী টহল বাড়ানো হবে যাতে কেউ বাসা-বাড়ি থেকে বের না হতে পারে।
জেলায় ৩৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর ১০টি টিম, বিজিবি’র
৮টি টিমসহ র‌্যাব-পুলিশের ১৮টি টিম মাঠে কাজ করছে বলে জেলা প্রশাসক এনামুল
হক জানিয়েছেন,লকডাইনের তৃতীয় দিনে বিধি নিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালত
৫৭২টি মামলায় ৩লাখ ৮১ হাজার ৫৭৫টাকা জরিমান আদায় করেছে ।