নেত্রকোণায় বসতভিটায় আগুন, দুটি ঘর তিনটি গরু পুড়ে ছাই

নেত্রকোণায় বসতভিটায় আগুন, দুটি ঘর তিনটি গরু পুড়ে ছাই

শেয়ার করুন
 Screenshot_20220119-200658~2নেত্রকোণা প্রতিনিধিঃ মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১টা নাগাদ  জেলা সদরের সিংহের বাংলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি বসতভিটায় হঠাৎ করে আগুন লেগে আধাপাঁকা একটি বড় ঘর ও একটি  রান্না ঘর সহ ৩টি গরু সম্পুর্ণ পুড়ে ছাই হয়েছে। পরিবারটির দাবি এ ঘটনায় আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Screenshot_20220119-200726~2
ক্ষতিগ্রস্থ গোবিন্দপুর গ্রামের মৃত সুভাস সরকারের ছেলে  রথীন সরকার জানান, মাঝরাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ আগুনের আঁচ পেয়ে উঠে দেখি দাউ দাউ করে ঘরের ভিতর আগুন জ্বলছে।স্থানীয় এলাকাবাসীর আগুন নিভানোর চেষ্টার ফলে  বাড়িটির অন্যান্য ঘরে আগুন লাগা থেকে রক্ষা পায়।
Screenshot_20220119-200734~2রাস্তা খারাপ থাকার কারণে দমকলকর্মীরা সময় মতো আসতে পারেনি। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো বোঝা যাচ্ছে না। তাই এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ করিনি।
Screenshot_20220119-200811~2
এব্যাপারে নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ.সহ. পরিচালক মোঃ মামুন(চঃদাঃ) জানান, প্রাথমিকভাবে এঘটনায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। পরিবারটির দাবি এ ঘটনায় আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমান কমবেশি হতে পারে আমরা বিষয়টি যাচাই-বাছাই করে প্রতিবেদন দিব।