সাতক্ষীরায় চোরাচালানকারী আটক। স্বর্ণের ১০টি বার উদ্ধার

সাতক্ষীরায় চোরাচালানকারী আটক। স্বর্ণের ১০টি বার উদ্ধার

শেয়ার করুন


খুলনা প্রতিনিধি ।।

ভারতে পাচারকালে সাতক্ষীরা কলারোয়া থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। গতকাল (৩১ আগস্ট) মঙ্গলবার গভীর রাতে কলারোয়া উপজেলার ব্রজবাকসা বাজার থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক স্বর্ণ চোরাচালানীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মনিরুল ইসলাম (৫০)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঘরচালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রজবাকসা বাজারে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এই সময় সেখানে মনিরকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি তাকে চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে তাকে আটক করে দেহ তল্লাশি করার পর তার কোমরে প্যান্টের সাথে বিশেষ কায়দায় সেলাই করে লাগানো অবস্থায় ১০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, স্বর্ণসহ পাচারকারীকে কলারোয়া পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক স্বর্ণের দাম ৭৩ লক্ষ টাকা বলে দাবি করেন তিনি।