ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় কুষ্টিয়ায় পানিবন্দি ১ লাখ মানুষ

ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় কুষ্টিয়ায় পানিবন্দি ১ লাখ মানুষ

শেয়ার করুন

কুষ্টিয়া প্রতিনিধি:

ফারাক্কা বাঁধের সবগুলো দরজা ভারত খুলে দেয়ায় এরই মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা তীরবর্তী ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি অন্তত এক লাখ মানুষ। ডুবে গেছে ফসল। পানিবৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিপদসীমা অতিক্রমের আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের।

পানি বন্যা
ফাইল ছবি

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নইমূল হক জানিয়েছেন, ভারত ফারাক্কা বাঁধের দরজা খুলে দেয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে দৌলতপুরের চিলমারি ও রামকৃপুর ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি ৫০ হাজার মানুষ।

প্রতি তিন ঘন্টায় পানি প্রায় ২ সেন্টিমিটার করে বাড়ছে। এ গতি অব্যাহত থাকলে, আগামী ৪৮ ঘন্টায় তা বিপদসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। এদিকে, পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রধান শাখা গড়াই নদীতেও পানি বাড়ছে।