খুলনা জেলা কয়রায় হরিণের মাংসসহ হরিণ শিকারী গ্রেফতার

খুলনা জেলা কয়রায় হরিণের মাংসসহ হরিণ শিকারী গ্রেফতার

শেয়ার করুন
deer-farming
ছবি-প্রতিকী

।। মো:আতিয়ার রহমান,খুলনা ।।
খুলনার জেলার কয়রা উপজেলার ঘড়িলাল বাজার এলাকায় ১০ কেজি হরিণের মাংসসহ একজন হরিণ শিকারীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। সোমবার দিবাগত রাতের এঘটনায় আজ মঙ্গলবার (০৩ আগস্ট) কয়রা থানায় মামলা হয়েছে বলে কোস্টগার্ড জানন।

গ্রেফতারকৃত মোঃ আল আমীন হোসেন (২১) সাতক্ষীরার শ্যামনগরের ১০ নং সরা লক্ষ্মীখোলা গ্রামের মুসা ঢালীর ছেলে।কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন কয়রার সূত্র জানিয়েছে, আটককৃত হরিণ শিকারীর মতোই কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্নভাবে এসব অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যার কারণে সুন্দরবনের প্রাণীজ সম্পদ বিলুপ্তির মুখোমুখি।

জব্দকৃত অবৈধ হরিণের মাংস এবং আটককৃত হরিণ শিকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।কোস্টগার্ড’র আওতাভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রনসহ বন্যপ্রাণী সংরক্ষণে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানন।