খুলনায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

শেয়ার করুন
খুলনায় অতিরিক্ত মূল্যে সয়াবিন বিক্রি করায় ২৫ হাজার টাকা জরিমানা
খুলনায় অতিরিক্ত মূল্যে সয়াবিন বিক্রি
করায় ২৫ হাজার টাকা জরিমানা

খুলনা প্রতিনিধি।।

খুলনা মহানগরী রূপসা কেসিসি বাজার এলাকায় অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করায় চারটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (৭ মার্চ) অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, নগরীর রূপসা কেসিসি ট্রাক স্ট্যান্ড বাজারের ছাব্বির স্টোরকে ১০ হাজার টাকা, রুবেল স্টোরকে ৫ হাজার টাকা, তামিম স্টোরকে ৫ হাজার টাকা এবং টুটপাড়া মেইন রোডের আল মদিনা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের জরিমানা করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।