কালিয়াকৈরে নিখোঁজের ২ দিন পর কিশোরের গলিত লাশ উদ্ধার

কালিয়াকৈরে নিখোঁজের ২ দিন পর কিশোরের গলিত লাশ উদ্ধার

শেয়ার করুন

।‌। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুর।।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রসুলপুর এলাকার তুরাগ-ঘাটাখালি নদী থেকে শনিবার দুপুরে (১৪ আগস্ট) পুলিশ শাহীন নামের গলিত লাশ উদ্ধার করেছে।

নিহত শাহীন মিয়া (১৬) গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন এলাকার সাইদুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি স্কুলে লেখা পড়া করতো।

এলাকাবাসী ও পুলিশ জানায়,গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন এলাকার স্কুল ছাত্র শাহিন বন্ধুদের সঙ্গে গত বৃহস্পতিবার নৌকা যোগে মির্জাপুরের হাটুভাঙ্গা এলাকায় পিকনিকে যায়।

সেখানে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শাহীন। অনেক খুঁজাখুজি করেও তাকে না পেয়ে চলে যায় বন্ধু-বান্ধবরা।

পুলিশ খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল গিয়ে নিহতের গলিত লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা কালিয়াকৈর থানায় এসে লাশটি শাহীনের বলে শনাক্ত করে। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, কালিয়াকৈরের ঘাটাখালি নদীতে থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে ওই যুবকের স্বজনরা থানায় এসে লাশটি শহীনের বলে শনাক্ত করেন। পরে আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।