১১ ডিসেম্বর লাকসাম মুক্তদিবস

১১ ডিসেম্বর লাকসাম মুক্তদিবস

শেয়ার করুন

কুমিল্লা প্রতিনিধি:

রোববার ১১ ডিসেম্বর লাকসাম মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে মুক্তিবাহিনী পাকিস্তানি সৈন্যদের হটিয়ে লাকসাম-মনোহরগঞ্জকে শত্রুমুক্ত করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের পর পরই লাকসামের সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%b6%e0%a6%be%e0%a6%aeপাকবাহিনী কুমিল্লা দখল করে সড়ক পথে লাকসামে আসার সময় মুক্তিসেনারা লালমাই, বাগমারা, আলীশ্বরে প্রচণ্ড বাঁধার সৃষ্টি করে। এতে বহু মুক্তিযোদ্ধা শহীদ হয়। ১৫ এপ্রিল পাক সেনারা লাকসামকে তাদের দখলে নিয়ে রেলওয়ে জংশনের পাশে থ্রি-এ সিগারেট ফ্যাক্টরীতে ক্যাম্প স্থাপন করে।

এ ক্যাম্প থেকে পাক বাহিনী লাকসামসহ ফেনী, চাঁদপুর, নোয়াখালী ও কুমিল্লার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় অত্যাচার, নির্যাতন, খুন, ধর্ষণ ও ধ্বংসাত্নক কর্মকাণ্ড চালাত। এদিকে মুক্তিযোদ্ধারা ভারতে ট্রেনিং শেষে আস্তে আস্তে সংগঠিত হয়ে পাক সেনাদের উপর আক্রমণ চালাতে থাকে। এতে পাক সেনাদের সাথে লাকসামসহ আশে পাশের এলাকায় মুখোমুখি যুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে পাক বাহিনী চাঁদপুরের দিকে পালাতে থাকে।

সর্বশেষ ১০ডিসেম্বর লাকসামের মুদাফরগঞ্জে মুখোমুখি যুদ্ধের পর পাক সেনারা ওইদিন রাতে পালিয়ে যায়। পরদিন লাকসামের মুক্তিযোদ্ধারা ও মুক্তি পাগল জনতা বাংলাদেশের লাল সবুজ জাতীয় পতাকা উড়িয়ে লাকসামকে মুক্ত ঘোষণা করে।