গুলি বিনিময়েরর পর ৫ লাখ পিস ইয়াবা জব্দ

গুলি বিনিময়েরর পর ৫ লাখ পিস ইয়াবা জব্দ

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারকারীদের সঙ্গে বিজিবির গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। রোববার ভোরে ঘটনাস্থল থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

 ইয়াবা জব্দ
ফাইল ছবি

টেকনাফে বিজিবি ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইয়াবা পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে ভোরে নাফ নদীর পারে ওঁত পেতে ছিল বিজিবির টহল দল। পাচারকারীরা মিয়ানমারের দিক থেকে নৌকায় করে নাফ নদীর আড়াই নম্বর স্লুইস গেট সংলগ্ন আলুগোল্লা এলাকা পৌঁছায়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ২ রাউন্ড গুলি ছোঁড়ে পাচারকারীরা। বিজিবিও পাল্টা গুলি ছুঁড়লে নৌকায় থাকা লোকজন পানিতে লাফ দিয়ে মিয়ানমারের দিকে সাতরাতে থাকে।

পরে নৌকাটিতে তল্লাসী চালিয়ে ৫ লাখ পিচ ইয়াবা উদ্ধার করে বিজিবি। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।