পিরোজপুরের স্বরূপকাঠির সন্ধ্যা নদীর ভাঙন কবলিত তীর থেকে মাটি কাটায় সততা ব্রিক্স...

পিরোজপুরের স্বরূপকাঠির সন্ধ্যা নদীর ভাঙন কবলিত তীর থেকে মাটি কাটায় সততা ব্রিক্স কে ২০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

।। পিরোজপুর প্রতিনিধি ।।
স্বরূপকাঠি বিনায়েকপুর এলাকার সন্ধ্যা নদীর ভাঙন কবলিত তীর থেকে মাটি কাটার অভিযোগে সততা ব্রিক্স কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজীর পরিচালনাধীন ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন।

সরেজমিনে জানাগেছে, সমুদয়কাঠি এলাকার মামুনের ব্রিকফিল্ড ও  জলাবাড়ীর সততা ব্রিক ফিল্ডের লোকজন দীর্ঘ দিন ধরে সন্ধ্যা নদীর ভাঙন কবলিত বিনায়েকপুর ও সেহাঙ্গল এলাকা থেকে  মাটি কেটে নিচ্ছে। বার বার নিষেধ করা সত্যেও তারা বিরত হয়ননা। নিরুপায় এলাকাবাসী  এলাকার সংসদ সদস্য, জেলা প্রশাসক, ইউএনও’র কাছে আবেদন করলে তারা শত নিষেধ করার পরে সাময়িক ভাবে মাটি কাটা বন্ধ করলেও কিছু দিন যেতে না যেতে আবার মাটি কাটা শুরু করে। তিনদিন পূর্বে মামুনের ব্রিক ফিল্ডের লোকজর দুটি ট্রলারে করে মাটি কাটতে গেলে এলাকাবাসী বাধা দেন। এসময় তারা মুসলেকা দিয়ে চলে যায়। গতকাল শনিবার ভোর রাতে এলাকার মেম্বার কমলেশ রায় ওই দু ফিল্ডের ৪/৫ টি ট্রলার ভিড়িয়ে মাটি কাটা শুরু করে। এসময় এলাকায় পাহারা রত ভুক্তভোগীরা তাদের ধাওয়া করে সততা ব্রিকস এর একটি ট্রলার আটক করেন। অণ্য ট্রলারগুলো পালিয়ে যায়। এলাকাবাসী সাংবাদিকদের জানালে সাংবাদিকগন ঘটনাস্থলে সততা ব্রিকসএর লেবার সরদার আমিনুল শানা জানান, তারা এলাকার মেম্বার কমলেশ রায় এর কাছ থেকে মাটি কিনেছে। এসময় মেম্বার কমলেশকে ফোন করলে তিনি মাটি বিক্রির কথা স্বীকার করেন। ঘটনাস্থলে আসতে বললে তিনি আসতে অসম্মতি জানান। এসময় এলাকাবাসী ইউএনও মো. মোশারেফ হোসেনকে জানালে তিনি সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজীকে ঘটনাস্থলে পাঠান। বশির গাজী ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই লেবার সরদারকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং কাটা মাটি ভূমি অফিসের সামনে ফেলার জন্য নির্দেশ দেন। ভবিষ্যতে আর মাটি না কাটার জন্যও নির্দেশ দেন। এলাকার সমাজ সেবক তুষার রায়, বাবুল সহ শতশত মানুষ জানান, কমলেশ দীর্ঘ দিন ধরে নদীর তীর থেকে মাটি কাটাচ্ছে। সে সততা ব্রিক ফিল্ডের কর্মচারী।