বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ চালু

বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ চালু

শেয়ার করুন

বান্দরবান প্রতিনিধি :

বৃষ্টি কমায় নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাওয়ায় বান্দরবানের সঙ্গে চট্রগ্রাম ও কক্সবাজারের সড়ক যোগাযোগ চালু হয়েছে। তবে রাঙ্গামাটি, রুমা ও থানছি উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

বান্দরবান থানছি সড়কের বলিপাড়ায় সড়কের উপর পাহাড় ধসে পড়লে এই সড়কে সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে মঙ্গলবার বান্দরবান রুমা সড়কের ওয়াই-জংশন এলাকায় পাহাড় ধসে নিখোঁজদের সন্ধানে চতুর্থ দিনের মত উদ্ধার অভিযান চলছে। পাশাপাশি সড়ক সচল করতে মাটি সরিয়ে নেয়ার কাজ করছেন তারা।

চট্রগ্রামের বাঁশখালী উপজেলার চানপুর ঘাট এলাকার সাংঙ্গু নদী থেকে বান্দরবানে পাহাড় ধসে নিখোঁজ স্বাস্থ্য-পরিবার কল্যাণ কর্মী মুন্নি বড়ুয়ার মৃতদেহ উদ্ধার করা হলেও অনদের এখনো সন্ধান পাওয়া যায়নি। এখনো নিখোঁজ রুমার কৃষি ব্যাংক কর্মকর্তা গৌতম নন্দি, উপজেলা পোষ্ট মাষ্টার জবিউল আলম, স্কুল ছাত্রী চিংমেচিং মারমা।