৮ জানুয়ারি আদালতে সাক্ষ্য দিবেন খাদিজা

৮ জানুয়ারি আদালতে সাক্ষ্য দিবেন খাদিজা

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি :

সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলা বৃহস্পতিবার পুণরায় সাক্ষ্যগ্রহণ করা হয়। সিলেট মূখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে অনুষ্ঠিত এই কার্যক্রম।

এই মামলায় ৫ জন সাক্ষি দেয়ার কথা থাকলেও একজন সাক্ষির সাক্ষগ্রহণ করা হয়েছে। এদিন তালিকায় খাদিজার নাম থাকলেও তিনি এখনো আদালতে উপস্থিত হবার মতো সুস্থ হননি বলে জানিয়েছে তার পরিবার।

তবে স্কয়ার হাসপাতালের চিকিৎসক রেজাউস সাত্তার খাদিজা বেগমের হত্যাচেষ্টা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন। তিনি খাদিজার চিকিৎসার বিবরণ দিয়ে বলেছেন, খাদিজা এখন সাভারের সিআরপিতে আছেন। বর্তমানে খাদিজার যে শারীরিক অবস্থা, এতে তিনি আদালতে সাক্ষ্য দিতে পারবেন।

এরপর আদালত আগামী ৮ জানুয়ারি মামলার পরবর্তি শুনানির দিন ঠিক করে ওইদিন খাদিজা বেগমকে আদালতে হাজির হতে বলেন।

এর আগে গত ১১ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ শেষে বিচার পরবর্তী তারিখ নির্ধারণ করে খাদিজাকেও আদালতে হাজির করার নির্দেশ দেন। সকালে আদালতে হাজির করা হয় মামলার আসামি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলমকে। এ পর্যন্ত দুই দফায় এই মামলার ৩৭ সাক্ষীর মধ্যে ৩২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।