৬ দিন ধর্মঘটের পর মাংস বিক্রি শুরু

৬ দিন ধর্মঘটের পর মাংস বিক্রি শুরু

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

টানা ৬ দিন ধর্মঘটের পর রাজধানীর বাজারগুলোতে বিক্রি শুরু হয়েছে গরু ও খাসির মাংস । সরকারের আশ্বাসে, কাল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন মাংস ব্যবসায়ীরা। আজ সকাল থেকেই রাজধানীর বাজারগুলোতে মাংস বিক্রি শুরু হয়।

তবে বিভিন্ন বাজার ঘুরে, খুব একটা ক্রেতার দেখা মেলেনি মাংসের বাজারে। মাংসের দামও আগের মতোই আছে। গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫০০ টাকা দরে আর খাসির মাংস হচ্ছে ৮০০ টাকা কেজিতে।

ক্রেতারা বলছেন, মাংসের প্রতি তাদের অনাগ্রহের কারণ আসলে উচ্চমূল্য। তবে, ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকার তাদের দাবি মেনে নিলে, কম দামে গরু ও খাসির মাংস বিক্রি করা সম্ভব হবে।