২১ জেলার পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

২১ জেলার পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং নৌমন্ত্রীর সঙ্গে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।

এর আগে, মহাসড়কে চাঁদাবাজি বন্ধসহ ১২ দফা দাবিতে সোমবার ভোর ৬টা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করে সংগঠনটি। ধর্মঘটের কারণে ওই সব অঞ্চলে পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়। আর, কুষ্টিয়া-ভেড়ামারা, কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কেও সকল পণ্যবাহি ট্রাক চলাচল বন্ধ ছিলো।