হবিগঞ্জে আমনের চারা রোপনে কৃষকদের প্রতিযোগিতা

হবিগঞ্জে আমনের চারা রোপনে কৃষকদের প্রতিযোগিতা

শেয়ার করুন

Screenshot (383)

।। হবিগঞ্জ প্রতিনিধি ।।

চলতি মৌসুমে খরার প্রভাব না থাকায় সময় মতো আকাশের বৃষ্টির পানি পাওয়ায় কৃষকরা কমর বেঁধে মাঠে কাজ করছে। এদিকে আবহাওয়া অনুকুলে থাকায় এবার ধানে চারা ভালো হওয়ায় আমন চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জের কৃষক-কৃষাণীরা। তবে মৌসুমের শুরুতেই মহামারি করোনায় লকডাউন থাকায় দেশের অন্যান্য জেলা থেকে হবিগঞ্জে আসতে পারেনি দিনমজুর শ্রমিকরা। দিগুন টাকায় শ্রমিক মিললেও হিমশিম খেতে হচ্ছে কৃষককে। তবুও স্বপ্ন দেখছেন হবিগঞ্জ জেলার কৃষকরা। হবিগঞ্জ কৃষি অ লের ৯টি উপজেলায় চলতি মৌসুমে ৮৯ হাজার ৯১ হেক্টর জমিতে আমন ধানের চাষের লক্ষ্য নির্ধারন করেছে কৃষি বিভাগ। করোনার কারণে সার, বীজ উচ্চ মূল্যে ক্রয় করলেও ভালো আশা রেখে ন্যায্য দামে ধান বিক্রি করার দাবী করেন কৃষকরা। দেরি হলেও মাঠ জুড়ে চলছে আমন ধানের চারা রোপনের প্রতিযোগিতা। তবে আবহাওয়া অনুকুলে থাকলে এবছর জেলায় ধান চাষের নির্ধারিত লাক্ষ্য মাত্রা অর্জিত হবে বলে মনে করছেন কৃষকরা।’