হত্যার অভিযোগ, ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

হত্যার অভিযোগ, ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবর এলাকায় ফাহিম নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশে সোমবার সকালে ৩ মাস পর কবর থেকে নিহত ফাহিমের মৃতদেহ তোলা হয়।

নিহতের মা-বাবার অভিযোগ, সম্পত্তি নিয়ে ফাহিমের বাবা সায়েম মিয়ার সঙ্গে তার মা ও ভাই-বোনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ফাহিমকে চলতি বছরের ৫ মে তার দাদু ও চাচা-চাচিসহ বেশ কয়েকজন মিলে বোধড়ক পিটিয়ে আহত করে।

আশঙ্কাজনক অবস্থায় ফাহিমকে ঢাকা বঙ্গবন্ধু শিশু হাসপাতালে ভর্তি কর হলে, তার দেহে ক্যান্সার ধরা পরে। প্রায় চার মাস চিকিৎসার পর ২২ সেপ্টেম্বর হাসপাতালেই সে মারা যায়। পরে ফাহিমের মা আসমা বেগম বাদী হয়ে তার শাশুড়িকে প্রধান আসামি করে দেবর ও তার স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

ভৈরব থানার ওসি জানান, আদালতের নির্দেশে নিহত ফাহিমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।