স্ত্রী হত্যার দায়ে স্বামী ও শালিকার যাবজ্জীবন

স্ত্রী হত্যার দায়ে স্বামী ও শালিকার যাবজ্জীবন

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে রামগঞ্জের করপাড়ার শ্যামগঞ্জ এলাকায় স্ত্রী ফেরদৌসি বেগম হত্যার দায়ে স্বামী ওসমান গনি ও শালিকা তাছলিমা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া ওসমান গনিকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছর ও তছলিমা বেগমকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম এ রায় প্রদান করেন। পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৭ অক্টোবর রাতে রামগঞ্জের করপাড়ার শ্যামগঞ্জ এলাকায় গৃহবধু ফেরদৌসি বেগমকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়া হয়। ওইদিন ওই গৃহবধুর বাবা ডা. মমিন উল্যাহ বাদী হয়ে ফেরদৌসির স্বামী ওসমান গনিকে আসামী করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ এ মামলায় ফাইনাল রির্পোট দিলেও পরে ২০০৯ সালের ১৯ অক্টোবর ওই মামলায় সিআইডি তদন্ত করে গৃহবধু ফেরদৌসির বোন তছলিমা বেগম ও স্বামী ওসমান গনিকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানী ও ১২জন স্বাক্ষীর স্বাক্ষ শেষে আজ এ রায় দেন আদালত।