সোমবার নরসিংদী মুক্ত দিবস

সোমবার নরসিংদী মুক্ত দিবস

শেয়ার করুন

নরসিংদী প্রতিনিধি :

১২ ডিসেম্বর, ১৯৭১ সালের এই দিনে হানাদারমুক্ত হয় নরসিংদী। একাত্তরে নরসিংদীতে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলেন।

দীর্ঘ নয় মাস নরসিংদীর বিভিন্ন স্থানে খন্ড যুদ্ধ সংঘটিত হয়েছিল। এসব খন্ড যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর নির্মমতার শিকার হয়েছিলেন ১শ ১৬ জন বীর সন্তান। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নরসিংদীর পাঁচদোনা ব্রিজে বিভিন্ন যানবাহন থেকে যাত্রীদের নামিয়ে হত্যা করে পাকিস্তানি বাহিনী। পরে সেখানেই তাদের গণকবর দেয়া হয়। পরে স্থানটি বধ্যভূমি হিসেবে সরকার কর্তৃক চিহ্নিত করা হলেও তা এখন বেদখলে। ভেঙ্গে ফেলা হয়েছে ভিত্তিপ্রস্তর।

স্বাধীনতার দীর্ঘ দিন পর নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও অযত্ন অবহেলায় স্মৃতিস্তম্ভটি মলিন হয়ে গেছে। তবে এ ব্যপারে কারো কোন নজরদারি নেই বলে জানান এলাকাবাসী।