সুন্দরবনে র‌্যাব-বনদস্যু বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক

সুন্দরবনে র‌্যাব-বনদস্যু বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক

শেয়ার করুন

মংলা প্রতিনিধি :

সুন্দরবনের জোংড়ার খাল এলাকায় র‌্যাব-০৮ ও বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। বন্দুক যুদ্ধের এক পর্যায়ে বাহিনী প্রধানসহ অন্যান্য সদস্যরা বনের গহীনে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে দুই বনদস্যুকে আটক করে। আটককৃতদের কাছ থেকে দুই আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-০৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের (মংলা) জোংড়া খালে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ওই খালের মধ্যে পূর্ব থেকে অবস্থান নেয়া বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্য অভিযানকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

প্রায় আধ ঘণ্টা ধরে চলা বন্দুক যুদ্ধের এক পর্যায়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে দুই দস্যুকে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃতদের কাছ থেকে দুই বিদেশী আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক বনদস্যু আজিজুল ও আবুল হোসেনকে দাকোপ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। আটক দস্যুদের বাড়ী সাতক্ষীরার শ্যামনগরে।