সুন্দরবনে র‌্যাব-জলদস্যু বন্দুকযুদ্ধ ২ দস্যু আটক, গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে র‌্যাব-জলদস্যু বন্দুকযুদ্ধ ২ দস্যু আটক, গোলাবারুদ উদ্ধার

শেয়ার করুন

IMG_20170817_091850নিজামউদ্দিন, মংলা প্রতিনিধি :

মংলার পূর্ব সুন্দরবনের চাদপাই এলাকার আনদারমানিক খালে র‌্যাব-৮ ও জলদস্যু সুমন বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধে ২ দস্যু আটক হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে  দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, তাজা গুলিসহ দস্যুদের ব্যবহারকৃত বিভিন্ন ধরণের সরঞ্জামাদি। তবে অভিযান এখনও চলছে।

IMG_20170817_092318র‌্যাব-৮ এর সিও লে: কর্নেল আনোয়ার উজ জামান জানান, সুন্দরবনের দস্যু দমনে নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব সদস্যরা বৃহস্পবিবার সকালে সুন্দরবনের আন্দারমানিক খালে জেলে জিম্মি করে চাদা আদায় করছিল। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব ঐ এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় জলদস্যু দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাব সদস্যারাও পাল্টা গুলি ছুড়ে। অভিযানের এক পর্যায়ে দস্যু দল বনের গহীনে পালিয়ে গেলেও সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সহ ২ দস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে। এখনও সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চলছে । র‌্যাব জানায় দস্যুদের কিছু অস্ত্র তারা উদ্ধার করেছে। উভয়ের মধ্যে প্রায় ১ ঘণ্টা ধরে  বন্দুক যুদ্ধে চলে।