সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু প্রধান রবিউল নিহত

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু প্রধান রবিউল নিহত

শেয়ার করুন

নিজাম উদ্দিন, মংলা প্রতিনিধি :

সুন্দরবনের খুলনা রেঞ্জের হড্ডার খালে র‌্যাব ৬ এবং পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু রবিউল বাহিনীর প্রধান রবিউল নিহত হয়েছে। আর এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছে। এসময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। শনিবার দুপুরে বন্দুক যুদ্ধের  ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, সুন্দরবনের খুলনা রেঞ্চের হড্ডার খাল এলাকায় র‌্যাব ও পুলিশ টহল দেয়ার সময় বনের মধ্যে থেকে ধোয়া উড়তে ও দস্যুদের ব্যবহৃত একটি ওয়াচ টাওয়ার দেখতে পায়। এ সময় র‌্যাব ও পুলিশ সদস্যরা বনের মধ্যে থাকা ওয়াচ টাওয়ারের দিকে এগুতে থাকলে দস্যুরা এসময় গুলি বর্ষণ শুরু করে। র‌্যাব ও পুলিশ পাল্টা গুলি করে। প্রায় ১ ঘণ্টা ধরে এ বন্দুক যুদ্ধ হয়।

এক পর্যায়ে দস্যু বাহিনীর সদস্যরা পিছু হটে সুন্দর বনের গহীনে পালিয়ে যায়। পরে র‌্যাবও পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে রবিউল বাহিনীর প্রধান রবিউলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনার পাইকগাছা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার রবিউলকে মৃত ঘোষণা করে।

এদিকে বন্দুক যুদ্ধ চলাকালে ২ র‌্যাব সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ৩টি অস্ত্র ও ৪২ রাউন্ড গুলি উদ্ধার করে। নিহত দস্যু রবিউলের লাশ এবং অস্ত্র খুলনার পাইকগাছা থানায় দেয়া হবে বলে জানান র‌্যাব।