সুন্দরবনে বাঘের আক্রমনে নিহত বাঘ বিধবাদের খবর রাখে না কেউ!

সুন্দরবনে বাঘের আক্রমনে নিহত বাঘ বিধবাদের খবর রাখে না কেউ!

শেয়ার করুন

Shaaronkhola Picture(3)

 ।। মাসুম বিল্লাহ, শরণখোলা , বাগেরহাট ।।
রুপিয়া বেগম (৬০) সুন্দরবন সংলগ্ন ভোলা নদীর তীরের বাসিন্দা। ৯০ দশকে স্বামী আমির পহলান সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় নিহত হন। সঙ্গীয় জেলেরা গভীর জঙ্গল থেকে আমিরের রক্তে ভেজা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে রুপিয়ার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে।
স্বামী আমির পহলানের রেখে যাওয়া চার ছেলে মেয়েকে নিয়ে দুই যুগের বেশি সময় ধরে বনসংলগ্ন এলাকায় বসবাস করে আসছেন তিনি। কিন্তু আজ পর্যন্ত সহায়-সম্বলহীন ওই বাঘ বিধবার খবর নেয়নি কেউ এমনকি মাথা গোজাঁর কোন ঠিকানা গড়তে পারেননি রুপিয়া বেগম। তাই বাধ্য হয়ে পুর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের আওতাধীন দাসের ভারানী টহল ফাঁড়ি সংলগ্ন উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিন রাজাপুর গ্রামের ভরাট হওয়া ভোলা নদীর চরে একটি খুপড়ি ঘরে বসবাস করছেন।
Shaaronkhola Picture(3)Shaaronkhola Picture(2)এ বিষয়ে কথা বলতে চাইলে আবেগ প্রবন রুপিয়া বেগম জানান, পারিবারিক দৈন্যতার কারনে সত্তর সালের দিকে মাত্র ১৪ বছর বয়সে আমিরের সাথে বিয়ে হয় তার। স্বামীর পেশা ছিল সুন্দরবনে মাছ ধরা, বিয়ের কয়েক বছর তাদের দাম্পত্য জীবনে ৪টি সন্তানের জন্ম হয়। তিনি আরো জানান, ১৯৮৯ সালে জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় নিহত হন তার স্বামী। পরিবারের উর্পাজনক্ষম ব্যক্তি বাঘের হামলায় নিহত হওয়ায় দুঃস্বপ্নের কালবৈশাখী ঝড়ে যেন উড়ে যায় খড়-কুটো দিয়ে বাঁধা রুপিয়ার সংসার। ফলে অভাবের তাড়নায় ভোলা নদীতে নিজে রেনু পোনা ধরতেন আর সংসার চালাতেন। সময়ের ব্যবধানে রুপিয়ার তিন ছেলে এখন টগবগে যুবক। তাদের পেশাও সুন্দরবনে মাছ ধরা। ছেলেরা মাছ ধরতে জঙ্গলে গেলে নির্ঘুম রাত কাটান। তবে এখনও অভাব পিছু ছাড়েনি রুপিয়া বেগমের। দুই যুগেও ভাগ্যের কোন উন্নয়ন হয়নি তার। রুপিয়া বেগমের স্বপ্ন কারো সহয়তায় একটু মাথা গোঁজার ঠাঁই যদি পেতেন তিনি।
রুপিয়ার মত অনেক বাঘ বিধবার অজানা গল্প রয়েছে সুন্দরবণ বনসংলগ্ন এলাকার বিভিন্ন গ্রামে যাদের দুঃখ দুর্দশার খবর জানতে কিংবা তাদের ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসেনি রাষ্ট্র বা সমাজের কেউ।
বাগেরহাটের শরনখোলা সহ দক্ষিনাঞ্চলের হাজার হাজার মানুষ বনের উপর নির্ভরশীল। তাই বাঘের আক্রমনে নিহতের ঘটনা কম বেশি ঘটে থাকে এ অঞ্চলে। সুন্দরবণ সম্পৃক্ত পেশাজীবিদের মধ্যে বাঘের আক্রমনে কিংবা অন্য কোন দূর্ঘটনায় কেউ নিহত হলে তাৎক্ষনিকভাবে তাদের মহাজনরা লাশ দাফনের জন্য হাজার দুয়েক টাকা ধরিয়ে প্রতিশ্রæতির বানী শুনিয়ে সটকে পড়ে। পরবর্তীতে ওই পরিবারের দিকে আর ফিরেও তাকায়না।
গত তিন যুগের বেশি সময়ে সুন্দরবনের বাঘের আক্রমনে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আমীর হোসেন পহলান, আব্দুল মান্নান রাজা, জাফর হাওলাদার, মজিদ ঘরামী, আঃ গনি, সোহরাব তালুকদার, আবুল হাসেম, বাদশা মিয়া, নুরুল হক, রুহুল ফকির, জাফর মীর, আইয়ুব আলী গাজী, খলিল গাজি, চাঁন মিয়া গাজী, উত্তর রাজাপুরের জাহাঙ্গীর হাওলাদার, আলম মোল্লা, পশ্চিম রাজাপুরের কবির হাওলাদার, আব্বাস হাওলাদার,  হোসেন আলী, জাফর খান, সোহরাব হাওলাদার, জামাল খান, মুজিবর মোল্লা, কাসেম আলী, মোসলেম উদ্দিন, উত্তর তাফালবাড়ীর ইসাহাক, আঃ রহমান, রুস্তুম আলী ফকির, ইসাহাক আলী, রতিয়া রাজাপুরের আমির হাওলাদার, মিলন মৃধা, আলম হাওলাদার, খুড়িয়াখালীর হাবিব সর্দার, রশিদ বয়াতী, সোহরাপ গোলদার, রাসেল হাওলাদার, চালিতাবুনিয়ার শহিদুল জোমাদ্দার, আঃ করিম খাঁন, জাহাঙ্গীর হোসেন, সোনাতলার মুজিবর, মোহম্মদ আলী, আঃ খালেক , তোতাম্বর আলী, আঃ হক ঘরামী সহ বনসংলগ্ন বিভিন্ন গ্রামের শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। পরিবারের একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তিকে হারিয়ে এ অঞ্চলের বহু পরিবার আজ পথে বসেছে। ওই সকল পরিবারগুলোকে সহযোগিতা করা তো দুরের কথা নিহত কিংবা আহত ব্যক্তিদের সঠিক হিসাব ও তালিকা সংরক্ষনে নেই বন-বিভাগ ও প্রশাসনের কারো কাছে।
এ বিষয়ে শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, এ ধরনের অসহায় মানুষদের সহয়তায় সরকারের বিশেষ নজর রয়েছে। বাঘ বিধবা রুপিয়া বেগমকে আমার সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হইল তাকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহয়তা প্রদান করা হবে।

ছবি – এটিএন টাইমস