ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

শেয়ার করুন

মংলা প্রতিনিধি:

বঙ্গোপসাগর পাড়ে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে শনিবার থেকে শুরু হয়েছে প্রায় দুইশ’ বছরের পুরানো ঐতিহ্যবাহী রাস উৎসব।

সনাতন ধর্মালম্বীদের তিন দিনব্যাপী এই উৎসবকে ঘিরে হাজার-হাজার পূর্ণার্থী ও দেশী-বিদেশী পর্যটক শনিবার গভীর রাত থেকে আলোরকোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

বন বিভাগের নির্ধারিত ফি জমা দিয়ে বনের ভিতরের ৮টি পথ দিয়ে মেলায় যাচ্ছে বিভিন্ন ধর্মের উৎসুক লোকজন। এদিকে রাস মেলাকে ঘিরে গোটা সুন্দরবনে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যাবস্থা। সকাল হতেই আলোরকোলে পৌছাতে শুরু করেছে পূর্ণার্থীসহ দেশী-বিদেশী পর্যটক।

ধর্মীয় নানা আচার অনুষ্ঠান, গান বাজনা, ফানুস উড়ানোর পাশাপাশি সেখানে  বসেছে বিশাল মেলা। সোমবার ভোরে সাগরের লোনা পানিতে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এই রাস উৎসব।

প্রতি বছর কার্তিক মাসের শেষ বা অগ্রহায়ণ মাসের শুরুর ভরা পূর্ণিমায় সাগর পাড়ের দুবলার চরের আলোরকোলে অনুষ্ঠিত হয়ে আসছে ৩ দিনব্যাপী এই রাস উৎসব।

এবার তিথি অনুযায়ী আজ ১২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এই রাস উৎসব। রাস উৎসবকে ঘিরে বাঘ, হরিণ নিধন বন্ধে ও দর্শনার্থীদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।