জেলেদের আতঙ্ক জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ

জেলেদের আতঙ্ক জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ

শেয়ার করুন

মংলা প্রতিনিধি:

আত্মসমর্পন করেছে জেলেদের আতঙ্ক, সুন্দরবনের সবচেয়ে বড় দস্যুবাহিনীর একটি জাহাঙ্গীর বাহিনী।

রোববার বরিশালে র‌্যাব-৮’র সদর দপ্তরে স্বরাষ্ট্র মন্ত্রীর হাতে অস্ত্র তুলে দেয় বাহিনীর ২০ সদস্য। এর আগে গতকাল র‌্যাবের হেফাজতে আসেন দস্যুরা। বনদস্যুদের আত্মসমর্পনে খুশি জেলেরা। তারা বলছেন, দস্যুদের ধারাবাহিক আত্মসমর্পনে নিশ্চিন্তে সাগরে মাছ ধরতে পারছেন তারা।

বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৮’র সদর দপ্তরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তার হাতে অস্ত্র তুলে দিয়ে আনুষ্ঠানিক আত্মসমর্পন করেন বনদস্যু জাহাঙ্গীর সহ বাহিনীর ২০ সদস্য। জমা দেয় ৩১টি আগ্নেয়াস্ত্র ও দেড় হাজার গুলি।

অনুষ্ঠানে জেলেরা বলেন, দস্যুদের আত্মসর্পনের কারনে এখন নিরাপদেই আছেন তারা। নিজেদের ভুল বুঝতে পারার কথা বলেন দস্যু বাহিনীর প্রধান জাহাঙ্গীর।

র‌্যাবের মহাপরিচালক বলেন, স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বানে সাড়া না দিলে, যে কোন মূল্যে দস্যুদের নির্মূল করা হবে।

প্রধান অতিথি বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আত্মসমর্পনকারী দস্যুদের পুনর্বাসনের ব্যবস্থা করছে সরকার।