সুনামগঞ্জে দুই পক্ষের বন্দুকযুদ্ধে ৩৭ জন গুলিবিদ্ধসহ আহত ৫০

সুনামগঞ্জে দুই পক্ষের বন্দুকযুদ্ধে ৩৭ জন গুলিবিদ্ধসহ আহত ৫০

শেয়ার করুন

Captureপঙ্কজ দে, সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদের জমি নিলাম নিয়ে দুই পক্ষের বন্দুকযুদ্ধে উভয় পক্ষের কমপক্ষে ৩৭ জন গুলিবিদ্ধসহ ৫০ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ গুরুতর আহত ৩৭ জনকে প্রথমে জগন্নাথপুর হাসপাতালে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে বেলা ২ টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফের সংঘর্ষের আশংকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানান, প্রবাসী অধ্যুষিত শ্রীধরপাশা গ্রামের আওয়ামী লীগ সমর্থক মানিক মিয়া ও ফয়সল আহমদের মধ্যে একই গ্রামের বিএনপি সমর্থক জাবেদ কোরাইসি’র দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে।

শনিবার সকালে গ্রামের দারুস সালাম মাদ্রাসার জমি নিলাম দেওয়া নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্রসহ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এ ঘটনায় ৩৭ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

জগন্নাথপুর থানার ওসি হারুন অর রশিদ জানান, শ্রীধর পাশায় দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ১৫ জন গুলিবিদ্ধসহ কিছু লোক আহত হবার খবর পেয়েছি আমরা। পুলিশ ঘটনাস্থলেই রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণেই আছে।