সুনামগঞ্জে আ.লীগের সম্প্রীতি সমাবেশে বক্তারা- যেখানেই সাম্প্রদায়িকতা, সেখানেই রুখে দাঁড়াতে হবে

সুনামগঞ্জে আ.লীগের সম্প্রীতি সমাবেশে বক্তারা- যেখানেই সাম্প্রদায়িকতা, সেখানেই রুখে দাঁড়াতে হবে

শেয়ার করুন

IMG20211019115412
।। সুনামগঞ্জ প্রতিনিধি ।।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেছেন, মরমি সাধক রাধারমণ, হাসন রাজা, শাহ্ আব্দুল করিম ও দুর্ব্বিন শাহ্’এর জেলা এটি। অসাম্প্রদায়িক রাজনৈতিক চর্চা দেখছি শৈশব থেকেই, চলার পথে কে হিন্দু, কে মুসলমান সেটি চিন্তায় আনি নি কখনো। আজকে হায়নার দল বিএনপি, জামায়াতের কুচক্রিরা সুনামগঞ্জ সহ বাংলাদেশের অসা¤প্রদায়িক শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশকে তারা অকার্যকর রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই আজ দেশব্যাপী শান্তি ও সম্প্রীতি সমাবেশ। যেখানেই সাম্প্রদায়িকতা সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানিয়ে নুরুল হুদা মুকুট বলেন, নিরীহ বা সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলাকারীদের কোন ধর্ম নেই, ওরা লুটেরা দুর্বৃত্ত, এদের দাতভাঙা জবাব দিতে হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সা¤প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শান্তির মিছিল শেষে সমাবেশে নুরুল হুদা মুকুট একথা বলেন।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ব্যানারে রমিজ বিপণির কার্যালয় থেকে শান্তির মিছিল বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে গিয়ে সমাবেশ করেন নেতা কর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আলী আমজাদ, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস ও জুনেদ আহমদ, মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে প্রমুখ।
একই সময়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন’এর নেতৃত্বে শহরের আলফাত স্কয়ার থেকে সম্প্রীতি সমাবেশ ও শান্তি মিছিল বের হয়। মিছিলটি কালীবাড়ী চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাডভোকেট নান্টু রায় ও হায়দার চৌধুরী লিটন, দলীয় নেতা আব্দুল কাদির শান্তি মিয়া, মফিজুল হক, শাহ্ আবু নাসের, আতিকুর রহমান, ঝুটন পুরকায়স্থ, অ্যাডভোকেট সবিতা চক্রবর্তী প্রমুখ।