সীতাকুণ্ডে পাহাড় ধসে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু

সীতাকুণ্ডে পাহাড় ধসে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় ধসে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টির কারণেই এই পাহাড় ধস বলে প্রাথমিকভাবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে|

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় ধসে ঘরের ওপর পড়লে ভেতরে সবাই চাপা পড়েন। এর মধ্যে একজন ঘরের বেড়া ভেঙে বেরিয়ে এসে স্থানীয়দের খবর দিলে, তারা উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই মাটি সরিয়ে ৫ জনের মৃতদেহ উদ্ধার করে তারা।

নিহতরা হলেন : গার্মেন্টসকর্মী ফাতেমা ও তার দশ বছরের ছেলে ইউনূস, রাবেয়া এবং তার দুই মেয়ে সাত বছরের সামিয়া ও দুই বছরের লামিয়া। এসময় রফিকুল, গিয়াসউদ্দিন, রফিকুলের মেয়ে জান্নাত ও সালমাকে মাটি সরিয়ে জীবিত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। ওই এলাকায় মূলত দরিদ্র বিভিন্ন পারিবার থাকে, যাদের একটি অংশ বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন।