সীতাকুণ্ডে জঙ্গি অভিযানের ঘটনায় বিস্ময় কাটছে না এলাকাবাসীর

সীতাকুণ্ডে জঙ্গি অভিযানের ঘটনায় বিস্ময় কাটছে না এলাকাবাসীর

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে বৃৃহস্পতিবারের জঙ্গি অভিযানের ঘটনায় বিস্ময় কাটছে না এলাকাবাসীর। গতকালে অভিযানে শেষ পর্যন্ত নারী ও শিশুসহ ৫ জন নিহত হন।

বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সীতাকুণ্ডের কলেজ রোডের চৌধুরীপাড়ার প্রেমতলা এলাকার ছায়ানীড় ভবনের জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বহিনিী। এর নাম দেওয়া হয়  অপারেশন অ্যাসল্ট-১৬।

গত বুধবার বিকেল থেকে ঘিরে রাখার পর গতকাল সকাল ছয়টায় ছায়ানীড়ের ভেতরে পুলিশের সোয়াট বাহিনীর নেতৃত্বে মূল অভিযান শুরু হয়। এর নাম দেওয়া হয় অপারেশন অ্যাসল্ট সিক্সটিন। টানা ১৯ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জঙ্গিবিরোধী অভিযান চলে। এক পর্যায়ে আত্মঘাতী বিস্ফোরণে এক নারীসহ দুই জঙ্গির হাত-পা ও মাথা ছিন্নভিন্ন হয়ে যায়। এরপর অভিযান শেষ হওয়ার সাড়ে ছয় ঘণ্টা পর গতকাল বিকেলে ছায়ানীড় নামের ওই বাড়ির ছাদের সিঁড়িঘরে নারী জঙ্গির লাশের পাশে এক শিশুর লাশ পাওয়া যায়। শিশুটির বয়স পাঁচ-ছয় মাস হতে পারে। শিশুটি ওই নারী জঙ্গির কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছ।