সিসিসির প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে দুদক

সিসিসির প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে দুদক

শেয়ার করুন

 

চট্টগ্রাম প্রতিনিধি :

অবৈধ সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী সাইফুর রহমানকে গ্রেপ্তার করেছে দুদক। রোববার সকালে কর্মস্থলে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ পরিচালক মোশাররফ হোসেন জানান, ২০০৯ সালে সাইফুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক।

নোটিশ দেওয়ার পর দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১ লাখ ৪০ হাজার ৪৫২ টাকার সম্পদের তথ্য গোপন করে সাইফুর। এছাড়া অনুসন্ধানে তার ৩৩ লাখ ৯৩হাজার ৫৯১ টাকার সম্পদ পাওয়া যায় যার কোন বৈধ উৎস তিনি দেখাতে পারেননি।

এতে চলতি বছরের ১৩ জুলাই দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান মামলার সুপারিশ করে অনুসন্ধান প্রতিবেদন জমা দিলে কমিশন তা অনুমোদন দেয়। ১৭ জুলাই হামিদুল হাসান বাদী হয়ে নগরীর খুলশী থানায় একটি মামলা দায়ের করেন।