সিলেট রুটের বাস মালিক-শ্রমিকরদের ধর্মঘট

সিলেট রুটের বাস মালিক-শ্রমিকরদের ধর্মঘট

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি :

সিলেট জেলার মহাসড়কে চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ধর্মঘট পালন করছে ঢাকা সিলেট রুটের বাস মালিক-শ্রমিকরা। ফলে শুক্রবার সকাল থেকে ঢাকা সিলেট রুটের সকল ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

এতে কিছুটা ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ঢাকা সিলেট রুটের বাস মালিকরা জানান মহাসড়কে যানবাহন চালাতে গেলে বিভিন্ন জেলা পর্যায়ে চাঁদা দিতে হয়। এ চাঁদার পরিমান কি হবে তা পরিবহণ মালিক ও জেলা পর্যায়ের পরিহণ কমিটির নেতারা আলোচনা করে ঠিক করে থাকেন। এতোদিন সিলেট জেলায় পরিবহনের প্রতি ট্রিপে ৩০ টাকা চাঁদা নির্ধারণ করা থাকলেও হঠাৎ তা বাড়িয়ে ৮০ টাকা করে কমিটি।

পরিবহন মালিকরা বলেন তাদের সাথে কোন ধরনের আলোচনা ছাড়াই এ বাড়তি চাঁদা আরোপ ও আদায় করা হচ্ছে। তাই দ্রুত এই বর্ধিত চাঁদার অংশ প্রত্যাহার না হলে ধর্মঘট চালবে বলে জানিয়েছেন তারা। তবে বিষয়টির সমঝোতায় বিকেলে মালিক সমিতি ও পরিচালনা কমিটির বৈঠকে বসার কথা রয়েছে।