সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি :

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তা-ঘাট ও বাজার। পানিবন্দী হয়ে পড়েছেন সিলেটের ৬ উপজেলার লক্ষাধিক মানুষ। বন্ধ করে দেয়া হয়েছে ১৭৪ টি শিক্ষাপ্রতিষ্ঠান।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, ভারতের মেঘালয় পাহাড়ে টানা বর্ষণের ফলে, সিলেটের কুশিয়ারা ও সুরমা নদীর পানি বাড়ছে। দুটি নদীর সবকটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর মধ্যে কুশিয়ারা নদীর পানি ঢুকে জেলার ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, বালাগঞ্জ, ওসমানীনগর, গোলাপগঞ্জ ও জকিগঞ্জ উপজেলায় বন্যা দেখা দিয়েছে।

উজানের টানা বর্ষণে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায়, সিলেটের ৬ উপজেলায় ১৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া প্রতি উপজেলায় গঠন করা হয়েছে মেডিকেল টিম ।