সিরাজগঞ্জে ত্রাণ বিতরণে প্রকল্প কর্মকর্তা ও ইউএনওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সিরাজগঞ্জে ত্রাণ বিতরণে প্রকল্প কর্মকর্তা ও ইউএনওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শেয়ার করুন

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে উপজেলা প্রকল্প কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জনপ্রতি ১০ কেজি চাল দেয়ার কথা থাকলেও মাত্র ২ থেকে ৩ কেজি করে চাল দেয়া হয়েছে। দুর্ব্যবহার করা হয়েছে বন্যার্তদের সঙ্গেও।

বেলকুচি পৌর এলাকার বানভাসি মানুষ জানান, বেলকুচি উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা জাকির হোসেন তাদের ১০ কেজি করে চালের স্লিপ দিলেও, দুদিন ঘোরাঘুরি পর তাদের দেয়া হয় মাত্র ২ থেকে ৩ কেজি চাল। প্রতিবাদ করায় অনেকের স্লিপ কেড়ে ত্রাণ ছাড়াই ফিরিয়ে দেয়া হয়। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জানান : ত্রাণ নিতে অতিরিক্ত লোক চলে আসায় কম চাল দেয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।

এদিকে, সরকারি কর্মকর্তারা নিজে বন্যার্তদের তালিকা ও ত্রাণের কার্ড বিতরণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার নিয়ম না থাকলেও, মেয়ররের অনুমতি নিয়েই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা ও তিনি সরাসরি জড়িত রয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।