সাভারে তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের স্কুল ভবন উদ্ধোধন

সাভারে তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের স্কুল ভবন উদ্ধোধন

শেয়ার করুন

pict
সাভার প্রতিনিধি

সাভারে তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের একটি স্কুল ভবন উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে স্কুল ভবনটি উদ্ধোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

স্কুল ভবন উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ নিয়ে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন,তার আমলে ঢাকা জেলায় প্রায় ২’শ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পূণরায় নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রায় ৪০ লাখ টাকা ব্যায়ে ৪তলা বিশিষ্ট এ ভবনে হবে শিক্ষার্থীদের শ্রেনী কক্ষ। যাতে শ্রেনী কক্ষের সংকট অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ভরারী জামিয়া ইউসিুফিয়া মাদ্রাসা এন্ড এতিম খানার বহুতল ভবন করার আশ্বাস দেন।

তেতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সুলতান মাহমুদ,ইউপি সদস্য আইয়ুব আলীসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।