সাভারে গ্যাস সংকট, কারখানা ঘেরাও করে বিক্ষোভ

সাভারে গ্যাস সংকট, কারখানা ঘেরাও করে বিক্ষোভ

শেয়ার করুন

275806714_511944446951730_5936542126011081593_n

সাভার প্রতিনিধি।।

সাভারে আবাসিক সংযোগে গ্যাস সংকট হওয়ায় কারখানা ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় কারখানাটির শ্রমিকদের সাথে এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে এলাকার ভাগলপুর এলাকায় বেঙ্গল ফাইন সিরামিকস লিমিটেড কারখানার সামনে এঘটনা ঘটে।

বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক মাস ধরে ভাগলপুর এলাকায় আবাসিক সংযোগে গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে। গ্যাসের প্রেসার না থাকায় রান্না নিয়ে চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্যাসের দেখা মেলে না। অনেকই খাবার হোটেল থেকে খাবার কিনে খেয়ে দিন পার করছেন।

বিক্ষোভ থেকে এক ব্যক্তি বলেন, বেঙ্গল ফাইন সিরামিকস লিমিটেড কারখানা অবৈধভাবে গ্যাসের লাইন নিয়ে কারখানা পরিচালনা করছেন। তাদের কারখানার ভিতরে অবৈধ কমপ্রেসার রয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারের কারনে কিছুদিন আগে তাদের কারখানায় ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এর পরে আবার তারা লাইন নিয়েছে। এই কারখানার জন্য এলাকাবাসী গ্যাস পাচ্ছেন না। বাধ্য হয়েই আমরা বিক্ষোভে নেমেছি। আমরা এই সমস্যার সমাধান চাই।

আরেক ব্যক্তি বলেন, ওই কারখানা অবৈধভাবে দুটি কমপ্রেসার বসিয়েছে। যার কারনে আমাদের গ্যাস সংকট দেখা দিয়েছে। আমাদের আবাসিক লাইন থেকে তারা সংযোগ দিয়েছে। তারা কমপ্রেসার লাগানোর কারনে আমরা গ্যাস পাচ্ছি না। তারা ঠিকই গ্যাস পাচ্ছে। আমাদের সম্পূর্ণ লাইন বন্ধ থাকে। পায় দেড় লাখ এলাকাবাসী এই সমস্যার সম্মুখীন। আমরা গ্যাস অফিসে যোগাযোগ করেছি। তারা এসে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের আশ্বাস দিয়েছেন। এসময় কারখানা কতৃপক্ষ তাদের শ্রমিকদের লেলিয়ে দিয়েছেন। শ্রমিকরা এলাকাবাসীর সাথে চড়াও হয়েছেন। পরে এলাকাবাসী শ্রমিকদের ধাওয়া দিয়ে কারখানার ভিতরে ঢুকিয়ে দেয়। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক এসআই সিকদার হারুন বলেন, গ্যাস সঙ্কটের কারনে এলাকাবাসী বিক্ষোভ করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।

এব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার জোনাল অফিসের ব্যববস্থাপনা পরিচালক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, আমরা ভিতরে আজ ভিজিট করিয়েছি। সেখানে কোন কমপ্রেসার ছিলনা। এমনকি কোন অবৈধ সংযোগ পাওয়া যায় নি।