সাভারে আপন চাচার হাতে কিশোরী ধর্ষণের শিকার , থানায় মামলা

সাভারে আপন চাচার হাতে কিশোরী ধর্ষণের শিকার , থানায় মামলা

শেয়ার করুন

সাভার-থানা

জাহিদ হাসান সাকিল, সাভার: সাভারে (১৫) কিশোরী ধর্ষণের অভিযোগে উঠেছে আপন চাচা বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন। তবে পলাতক রয়েছে অভিযুক্ত চাচা।

শনিবার বিকেলে (২৮ আগস্ট) সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে। এরআগে গতরাতে মামলঅটি দায়ের করে ভুক্তভোগীর পরিবার।

এজাহার সূত্রে ও কিশোরীর পরিবার জানান,ওই শিক্ষার্থী নায়ারণগঞ্জ এলাকায় নানার বাড়িতে থেকে সেখানে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করতেন। স্কুল বন্ধ থাকায় সাভারের বনগাঁওয়ের সাধাপুর এলাকায় নিজ বাড়িতে বেড়াতে আসেন সম্প্রতি। পরে ওই কিশোরীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে গত ৫ আগষ্ট থেকে ধর্ষণ করে আসছিলো আপন চাচা রাসেল মিয়া (২৫)। পরে ওই কিশোরী গতকাল অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার বাবা মাকে জানালে তারা ধর্ষণকারী রাসেল মিয়াকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, মামলা দায়েরের আগেই অভিযুক্ত যুবক পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।