সাত খুন মামলার তদন্ত কর্মকর্তাকে সপ্তম দফায় জেরা

সাত খুন মামলার তদন্ত কর্মকর্তাকে সপ্তম দফায় জেরা

শেয়ার করুন

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মন্ডলকে সপ্তম দফায় জেরা শুরু করছেন আসামিপক্ষের আইনজীবীরা। সোমবার সকাল দশটা থেকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তাকে জেরা শুরু করা হয়েছে।

এই পর্যন্ত সাত খুন মামলার ৩৫ আসামির মধ্যে ২০ আসামির পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয়েছে। আরো ৯ আসামির পক্ষে পর্যায়ক্রমে জেরা করা হবে। চলতি বছরের মধ্যেই এই মামলার চূড়ান্ত রায় হতে পারে বলে মনে করেন পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন। আলোচিত ৭ খুনের ঘটনায় দায়েরকৃত দুইটি মামলায় ১২৭ জন স্বাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১০৬ জনের স্বাক্ষ্য গ্রহণ  ও জেরা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।