সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি ::

সাতক্ষীরার মাধবকাটিতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাটি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তবে, এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটিকে কলারোয়া উপজেলা সদর থেকে জব্দ করতে পারলেও বাসের চালককে আটক করতে সক্ষম হননি।

নিহত শিশুটির নাম বুশরা খাতুন। সে সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের লিয়াকত সরদারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশু বুশরা বাড়ি থেকে বের হয়ে তার এক আত্মীয়র বাইসাইকেলের পিছনে বসে ঝাউডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাটি নামক স্থানে একটি যাত্রীবাহী বাস তাদেরকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশু বুশরা ছিটকে ওই যাত্রীবাহী বাসের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরা জানান, পুলিশ ঘাতক বাসটিকে ধাওয়া করলে বাসের চালক ও হেলপার বাসটিকে কলারোয়া উপজেলা সদরে ফেলে রেখে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে, ঘাতক বাসটিকে জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।