সাতক্ষীরায় নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন

সাতক্ষীরায় নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন

শেয়ার করুন

20180804_104806সাতক্ষীরা প্রতিনিধি :

‘নিরাপদ সড়ক চাই’ দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবীতে বিভিন্ন স্লোগান দিকে থাকে। মুর্হুমুর্হু স্লোগানে তারা বলতে থাকে বেপরোয়া গতিতে গাড়ি চালানো ড্রাইভারকে ফাঁসি দিতে হবে, প্রত্যেক সড়ক দুর্ঘটনা প্রবণ এলাকায় স্পিড ব্রেকার দিকে হবে, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ করতে হবে, অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না, শিক্ষার্থীদের গাড়িতে নিতে হবে, সারাদেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে।

পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ. ইফতেখার হোসেন ও পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ঘটনাস্থলে এসে ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবী বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। তাদের বক্তব্যের পর ছাত্রছাত্রীর স্কুলে ফিরে যায়।

সাতক্ষীরা জেলা প্রশাসক ইফতেখার হোসেন বলেন, তোমাদের দাবী দাওয়া ইতিমধ্যে প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। এছাড়া যদি কোন সমস্যা থাকে তাহলে তোমরা আমার সাথে দেখা করে বললে আমি তোমাদের দাবী মেনে নেব। পুলিশ সুপার বলেন সাতক্ষীরায় বিভিন্ন স্কুল কলেজের সামনে স্পিড ব্রেকার ও একজন করে ট্রাফিক পুলিশ নিয়োগের ব্যবস্থা ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। মানববন্ধনে তিনি ছাত্রছাত্রীদের পানি পান করান।