সাতক্ষীরায় টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরায় টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

শেয়ার করুন

এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে পিটিআই হলরুমে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। সাতক্ষীরায় উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার সংশ্লিষ্ট ৮০ জন অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ‘সহ¯্রাদ্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের ভাবমুর্তি উজ¦ল করেছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ও তাঁর সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর।  টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ‘আমার গ্রাম হবে শহর’ আদর্শকে ধারন করে প্রতিটি জেলা উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট ৯এসডিজি) বাস্তবায়নন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০১৬ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদের বৈশি^ক এ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ইতিমধ্যে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। এসডিজির ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯টি লক্ষ্যমাত্রা এবং ২৩২টি সুচক রয়েছে। স্থানীয় চাহিদাকে বিবেচনায় রেখে ভবিষ্যতের জন্য টেকসই বাংলাদেশ গড়ার মানসে দপ্তর ভিত্তিক কৌশল ও কর্মকান্ড নিয়ে মতামত গ্রহণ জরুরী।