সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে ইউনিয়ন শিবিরের সভাপতিসহ জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মী গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, জামায়াত-শিবিরের বহু সংখ্যক নেতাকর্মী পহেলা বৈশাখকে সামনে রেখে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে বড় কাশিপুর হাসান আলীর বাড়িতে গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৪ টার সময় পাটকেলঘাটা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্রের নেতৃত্বে পাটকেলঘাটা থানার একটি পুলিশ দল বড় কাশিপুর হাসান খানের বাড়িতে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কিছু সংখ্যক জামায়াত-শিবির কর্মীরা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে কাশিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে  হাসান আলী খান(৪৬), হাসান আলীর ছেলে  ইমামুল হোসেন(২৭), জিল্লুর রহমানের ছেলে আরিফ হোসেন(২৯) ও একই গ্রামের করিম সরদারের ছেলে  সাইদুল ইসলাম(৩২)। গ্রেফতারকৃত মধ্যে ইমামুল হাসান সরুলিয়া ইউনিয়ন শিবিরের সভাপতি এবং অন্যান্যরা জামায়াত-শিবিরের কর্মী।

পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে বিপুল পরিমান জিহাদী বইসহ ছাত্র শিবিরের চাঁদা আদায়ের রশিদ বই, ২ টি মাসিক পত্রিকা ও সিলেবাস উদ্ধার করে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার মামলা হয়েছে।