সাতক্ষীরায় ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুড়িগুড়ি বৃষ্টি, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুত প্রশাসন

সাতক্ষীরায় ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুড়িগুড়ি বৃষ্টি, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুত প্রশাসন

শেয়ার করুন

satkhira
।। সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরায় ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে আজ রোববার সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। শীতের মধ্যে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাঁধ ভাঙার আতঙ্কে রয়েছেন উপকূলীয় এলাকার মানুষ। এদিকে জাওয়াদের প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।
আশাশুনি উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামের মাসুম বিল্লাহ বলেন,ইয়াসের ফলে সৃষ্ট জলোচ্ছ¡াসে ব্যাপক ক্ষতি হয় আমাদের এলাকায়। খোলপেটুয়া নদীর বন্যতলা পয়েন্টের বেড়িবাঁধ দীর্ঘদিন বাঁধা হয়নি। ফলে জোয়ার-ভাটা খেলা করতো প্রতাপনগর গ্রামের ১০টি গ্রামে। তবে সপ্তাহ খানেক আগে ওই পয়েন্টের বেড়িবাঁধ বেধে দেওয়া হয়। এখন ওই এলাকা সুরক্ষিত থাকলেও পাশের রিংবাঁধ রয়েছে ভঙুর অবস্থায়। এনিয়ে আমরা উদ্বেগে আছি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন,নদ-নদীগুলোতে জাওয়াদের প্রভাবে স্বাভাবিকের চেয়ে সামান্য উচ্ছতায় পানি প্রবাহিত হচ্ছে। তবে তা উদ্বেগজনক পর্যায়ে নেই। ভঙুর বাঁধ ক্ষতিগ্রস্থ হলে তাৎক্ষনিকভাবে বেধে দেওয়ার প্রস্তুতি রয়েছে। জিও ব্যাগ পর্যাপ্ত রয়েছে বলে জানান তিনি।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান জানান,উপকূলীয় এলাকার ১শ’ ৬৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে যাতে উপকূলীয় এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রে আসতে পারেন,সেবিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। জলোচ্ছ¡াসে বেড়িবাঁধ ভেঙে গেলে জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।