সাতক্ষীরায় অ্যামবুলেন্স-ট্রাক সংঘর্ষে আহত দুই

সাতক্ষীরায় অ্যামবুলেন্স-ট্রাক সংঘর্ষে আহত দুই

শেয়ার করুন

সাতক্ষিরা সাতক্ষীরাসাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ  অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় লাশবাহী অ্যামবুলেন্স দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পুড়াকাঠরা গ্রামের সুভাষ চন্দ্র (৫৮) খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধনি অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যায়। তার স্বজনেরা একটি এ্যামবুলেন্স করে (ঢাকা মেট্রো-০২-৩৪৯৯) লাশ বাড়িতে নিয়ে যাচ্ছিল।

পথিমধ্যে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক অ্যামবুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে পার্শ্ববর্তী গাছের সাথে ধাক্কা লেগে অ্যামবুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়।

এ সময় ওই অ্যামবুলেন্সে থাকা রনজিত মিস্ত্রি (৫৫) ও পলাশ মন্ডল (৩৮) মারাত্বক ভাবে আহত হয়েছে। তাদেরকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের উভয়ের বাড়ি শ্যামনগরের পুড়াকাঠরা গ্রামে।

পাটকেলঘাটা থানার ওসি মহিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনায় কবলিত অ্যামবুলেন্সটি উদ্ধার করা হয়েছে। ঘাতট ট্রাক দ্রুত চলে গেছে। তাদেরকে আটক করার চেষ্টা চলছে।