সেনাবাহিনী প্রধান সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত

সেনাবাহিনী প্রধান সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত

শেয়ার করুন

PIC-

।। চপল সাহা, বগুড়া ।।

আজ বুধবার সকালে বগুড়া সেনানিবাসে আর্মার্ড কোর সেন্টার ও স্কুল এর সাঁজোয়া কোরের ৮ম ‘‘কর্ণেল কমান্ড্যান্ট’’ অভিষেক অনুষ্ঠান ও ৪১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন শহীদ লেঃ বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি,এনডিইউ,পিএসসি, পিএইচডি, সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট অভিষিক্ত হন। অভিষেক অনুষ্ঠানে সাঁজোয়া কোরের জৈষ্ঠ্যতম অধিনায়ক এবং মাস্টার ওযারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে কর্নেল র‌্যাংক বেজ পরিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী উদ্ধর্তন কর্মকর্তা ও সাঁজোয়া কোরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এর আগে সেনাবাহিনী প্রধান অনুষ্ঠান স্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড এবং জিওসি ১১ পদাতিক ডিভিশনও এরিয়া কমান্ডার ও বগুড়া এরিয়া। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান মুক্তিযুদ্ধ এবং দেশ মাতৃকার সেবায় সাঁজোয়া কোরের অবদানের কথা স্মরণ করেন। এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোবাবেলার জন্য সেনাবাহিনীর সকল সদস্যকে প্রস্তুত থাকার আহ্বান জানান।