ষোড়শ সংশোধণী রায়ের সঙ্গে সরকার অপসারণের কোন সম্পর্ক নেই

ষোড়শ সংশোধণী রায়ের সঙ্গে সরকার অপসারণের কোন সম্পর্ক নেই

শেয়ার করুন

কুষ্টিয়া প্রতিনিধি :

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ষোড়শ সংশোধণী’ বাতিল আদালতের রায়, তার সাথে সরকার কঠোর অবস্থানে রয়েছে এর সাথে সরকারের অপসারণের কোন সম্পর্ক নেই। বিএনপি এখন বড় গলায় নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে উচ্চ কন্ঠে হইচোই করছে, তাদের অনেকেই বিশেষ করে বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ আগুন সন্ত্রাসী, রাজাকারের পুত্র, যুদ্ধাপারাধীদের পৃষ্টপোষক, তারা চক্রান্তের রাজনৈতির দুসর এবং বঙ্গবন্ধুর খুনির ধারক এবং বাহক।

শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরের আমলা হাই স্কুলে এক কর্মশালায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সুতারং এই যে উচ্চ কন্ঠে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে কথা বলছেন, তারা কি গণতেন্ত্রর জন্য বলছেন না সংবিধানের বাইরে দেশকে ঠেলে দিয়ে একটি অস্বাভাবিক সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে সেটা পরীক্ষা করে দেখার বিষয় রয়েছে।

এসময় মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ্, মিরপুর উপজেলা জাসদের সভাপতি মোঃ শরিফসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।