শেরপুরে মন্দিরের মূর্তি ভাংচুর : তিনজন আটক

শেরপুরে মন্দিরের মূর্তি ভাংচুর : তিনজন আটক

শেয়ার করুন

Sherpur_Kali_Protima_Vangchur_Picture
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদী পৌরসভার দহেরহাট শশ্মানঘাট কালি মন্দিরে অবস্থিত কালি মাতার প্রতিমাসহ ছোট বড় ৬/৭টি মূর্তি ভাংচুর হয়েছে। মঙ্গলবার দিবাগত ভোর রাতে কে বা কারা মন্দিরের তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে ওই  মূর্তি গুলো ভাংচুর করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ  তিনজনকে আটক করেছে।  আটককৃতরা হচ্ছে, সাইফুল, মোস্তফা ও আবুল হোসেন।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সালউদ্দিন শিকদার জানান, এ ঘটনায় পর ৩১ আগস্ট বুধবার দুপুরে পুলিশ সুপার মেহেদুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে শ্রীবরদী থানায়   মামলা দায়েরের  প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান,আমরা যতটুকু খোঁজ নিয়ে জেনেছি, ওই মন্দিরটি অরক্ষিত ছিল এবং মন্দিরের জমি নিয়ে একটি পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আমরা প্রাথমিকভাবে মনে করছি, ঘটনাটি জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই হতে পারে। তদন্ত চলছে। সন্দেহভাজন তিন জনকে আটক করা হয়েছে।