শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

শেয়ার করুন

Sherpur Police_Relief Pic
শেরপুর প্রতিনিধি :

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শেরপুর জেলা পুলিশ। শুক্রবার ১২ আগস্ট শুক্রবার সকালে শেরপুর সদর উপজেলার চর পক্ষীমারী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ জনের মাঝে উপজেলার কুলুরচর সংলগ্ন ব্রহ্মপুত্র নদের সেতুর পাড়ে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন সিকদার।

এসময় অন্যান্যের মধ্যে এএসপি সার্কেল লাবনী খন্দকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, পুলিশ লাইন একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশনের অধ্যক্ষ ড. জাকির হোসাইন, সিনিয়র সহ-সভাপতি হাওয়া বিবিসহ একাডেমীর শিক্ষার্থী-অভিভাবক, পুলিশ লাইন ও জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সদস্য এবং পুলিশ লাইন একাডেমীর শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যক্তিগত অনুদানের এ ত্রাণসামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি করে আলু ও চিড়া, ১ কেজি মশুর ডাল, ১ কেজি গুড়, ১০ প্যাকেট খাবার স্যালাইন, মোমবাতি এবং দিয়াশলাই।