শেরপুরে আ.লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

শেরপুরে আ.লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

শেয়ার করুন

sherpur_zila_chairman_roman_picture
শেরপুর প্রতিনিধি :

শেরপুরে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ কড়া নিরাপত্তা ব্যবস্থা মধ্যে অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনার পর  ফলাফল ঘোষনা করা হয়।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডাঃ এএম পারভেজ রহিম জানান, আওয়ামী লীগের বিদ্রোহী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী হুমায়ুন কবীর রুমান ৫৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে  নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট চন্দন কুমার পাল পেয়েছেন ১৭৬ ভোট।

মোট ১৫ কেন্দ্রের ৩০টি ভোট কক্ষে বুধবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে তা দুপুর ২ টা পর্যন্ত চলে। জেলা পরিষদ নির্বাচনে মোট ৭৪২ জন ভোটারের মধ্যে ৭৪১ জন ভোট প্রদান করেন।

নির্বাচনে ২ জন চেয়ারম্যান প্রার্থী এবং ১৫টি ওয়ার্ডের  সাধারণ সদস্য পদে ৪৪ জন এবং সংরক্ষিত নারী সদস্যের ৫টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।