শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ২য় ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ২য় ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

শেয়ার করুন
Screenshot_20220331-142718~2নেত্রকোণা প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১ টায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার  ড. সুুুুব্রত কুমার আদিত্য।

এছাড়াও অর্থনীতি বিভাগের প্রভাষক শোভন রায়, বাংলা বিভাগের প্রভাষক আব্দুল হালিম রানা, কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মালা রানী বর্মন ও প্রভাষক আব্দুল্লাহ আল সিয়াম।
এসময় ড. সুব্রত কুমার আদিত্য চতুর্থ শিল্প বিপ্লবের জন্য ছাত্র ছাত্রীদের তৈরী হওয়ার জন্য আহ্বান জানান। এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সত্যিকারের মানুষ হিসেবে নিজেদের গড়া তোলারও তিনি আহ্বান জানান।
নবীবরণ অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীদের আয়োজনে ❝কোডিং রাজার দেশে❞ পরিবেশিত হয়। পরে এক সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।