শুল্ক ফাঁকি দেয়ায় সিলেটে ৩ টি বিলাসবহুল গাড়ি আটক

শুল্ক ফাঁকি দেয়ায় সিলেটে ৩ টি বিলাসবহুল গাড়ি আটক

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

সিলেটে ৩ তিনটি বিদেশী বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে এইসব গাড়ি আটক করা হয় বলে দুপুরে সিলেটের শুল্ক গোয়েন্দা আঞ্চলিক অফিসে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়।

সিলেট শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, এসব গাড়ি বিদেশে নিয়ে যাওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে কারনেট সুবিধার সুযোগ নিয়ে শুল্ক ফাঁকি দিয়ে দেশে ব্যবহার হয়ে আসছিল। গাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় আট কোটি টাকা।

এর আগে পৃথক অভিযানে সিলটে নগরীর সুবিবাজার ও মৌলভীবাজার থেকে গাড়িগুলো জব্দ করা হয়। তবে গাড়ি আটক করা হলেও গাড়ির মূল মালিকদের আটক করতে পারেনি শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। অপরদিকে এই ধরনের আরও ৩০টি গাড়ি চিহ্নিত করা হয়েছে।