শিশু রাইফার মৃত্যুর: দুই চিকিৎসক চাকরিচ্যুত

শিশু রাইফার মৃত্যুর: দুই চিকিৎসক চাকরিচ্যুত

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি :

শিশু রাইফার মৃত্যুর ঘটনার তদন্তে চিকিৎসায় অবহেলার প্রমাণ পাওয়ায় ২ চিকিৎসককে চাকরিচ্যুত করেছে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতাল।

সিভিল সার্জনের নেতৃত্বাধীন তদন্ত কমিটি গত বৃহস্পতিবার শিশু রাইফা খানের মৃত্যুতে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ও চিকিৎসকের অবহেলার প্রমাণ পায়। প্রতিবেদনে দায়িত্বরত চিকিৎসক ডা. দেবাশীষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেবের পাশাপাশি শিশু বিশেষজ্ঞ বিধান রায়কেও চিকিৎসায় ‘অবহেলার দায়ে’ অভিযুক্ত করে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

এছাড়া গত মঙ্গলবার নানা অনিয়মের অভিযাগে স্বাস্থ্য মন্ত্রণালয় কারণ দর্শানোর নোটিশ দেয় ম্যাক্স হাসপাতালকে। গত ২৯ শে জুন রাতে গলা ব্যথার চিকিৎসা নিতে এসে ম্যাক্স হাসাপাতালে মৃত্যু হয় সাংবাদিক কন্যা শিশু রাইফার।